ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

চট্টগ্রামে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামী লীগের প্রার্থীরা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ২৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ২০:৩৯, ২৮ নভেম্বর ২০১৮

উৎসবমুখর পরিবেশে বৃহত্তর চট্টগ্রামের ১৯টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। দুপুর ১টার দিকে একযোগে মনোনয়ন পত্র জমা দিতে আসেন আওয়ামী লীগের পাঁচ প্রার্থী। তারা হলেন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে জাসদ একাংশের নেতা মঈনউদ্দিন খান বাদল, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।   

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনের ডা. আফছারুল আমিন ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের এম এ লতিফ এবং চট্টগ্রাম-৪ (কাট্রলী-সীতাকুণ্ড) আসনে দিদারুল আলম।   

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ বলেন, পাঁচজন প্রার্থী একসঙ্গে আসায় নেতাকর্মীদের ভিড় হয়েছে। তবে নিয়ম মেনেই তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মনোনয়ন পত্র জমা দেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতা ও বিএনপির মোস্তফা কামাল পাশা।

এ সময় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আআ/এসি 

  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি